Categories
Digital Marketing

ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর মূল নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপিত হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন।আরও সহজভাবে বলতে গেলে, কোন ওয়েবসাইট এর বাহ্যিক অংশ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক,টুইটার ওয়েবসাইট গুলো দেখতে ভিন্নরকম হয়। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে সাজানো হয়েছে তার উপর।

একটি ওয়েবসাইট এর আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বপোরি কোন ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইন এর অন্তর্ভূক্ত।

একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাকে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে। 

 যেমনঃ 

এইচটিএমএল (HTML)

এক্সএমএল (XML)

সিএসএস (CSS)

Responsive Design

Javascript & jQuery

Bootstrap

পিএচপি (PHP)

ওয়ার্ডপ্রেস (WordPress)

গিট (Git)

UI অথবা UX

ফটোশপ (Photoshop)

এসইও (SEO)

বর্তমান মার্কেটপ্লেস গুলোতে একজন দক্ষ ওয়েব ডেভেলপারের কি পরিমানে ডিমান্ড রয়েছে সেটি একজন ফ্রিল্যান্সার ছাড়া কেউ বলতে পারবে না। আপনি একজন অভীজ্ঞ ওয়েব ডেভেলপার হলে ফ্রিল্যান্সিং করে আপনার ঘরে বসেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কারণ অনলাইন মার্কেট প্লেসে একটি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করে অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব হয়।নিজের ডিজাইন বিক্রি করে মাসে প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।

তাছাড়া বর্তমানে আমাদের দেশেও ওয়েবসাইটের প্রচলন বেড়েই চলেছে। এখন প্রত্যেকটি কোম্পানি তাদের নামে একটি ওয়েবসাইট রাখতে পছন্দ করে। এ ক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট তৈরি করে ভালোমানের টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে বলাই যায় যে, বর্তমান প্রেক্ষাপটে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *